ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
ডেমরায় জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: রাজধানীর ডেমরায় রাজবাড়ী ও রাজমহল সিনেমা হলের পাশে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ১টা ৫৭ মিনিটে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। দুপুরে ১টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার নাজমা আক্তার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১টা ৫৭ মিনিটে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার খবর পেয়ে নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমএমআই/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।