ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চিত্রনায়িকা শিমুর ময়নাতদন্ত সম্পন্ন, শ্বাসরোধে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
চিত্রনায়িকা শিমুর ময়নাতদন্ত সম্পন্ন, শ্বাসরোধে হত্যা

ঢাকা: চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ময়নাতদন্তকারী চিকিৎসক।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে মিটফোর্ড হাসপাতালের মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক বিভাগের চিকিৎসকরা।

ফরেনসিক বিভাগের প্রধান ডা.সোহেল মাহমুদ জানান, মৃত ওই নারীর গলায় দাগ দেখা গেছে। ধারণা করা হচ্ছে রশি অথবা এই জাতীয় কিছু দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, তার শরীর থেকে ভিসেরা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত্যুর আগে ধর্ষিত হয়েছে কিনা ডিএনএ নমুনাও সংগ্রহ করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৭ জানুয়ারি) ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর থেকে বস্তাবন্দি এক তরুণীর মরদেহ উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন কদমতলীর এলাকায় সকালে স্থানীয় লোকজন একটি বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। রাতে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

পরে নিহতর বড় ভাই এসআই খোকন বোন শিমুর মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: পারিবারিক কলহের জেরে চিত্রনায়িকা শিমুকে হত্যা

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।