ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে, চালক নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত গাড়িচালকের নাম সুজন মিয়া (২৮)। দুর্ঘটনায় গাড়িতে থাকা অন্য চার যাত্রী আহত হয়েছেন। তারা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সেএ প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

হাইওয়ে পুলিশ আরও জানায়, নিহতের পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মরদেহ নেওয়ার জন্য আসছেন।

জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালেহ্ আহমদ বাংলানিউজকে জানান, সম্ভবত গাড়িটির গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আমরা মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা নিয়েছি।

বাংলাদেশ  সময়: ১৯৩১ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।