ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, ভাইকে কোপালো বখাটেরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ, ভাইকে কোপালো বখাটেরা

বরগুনা: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নে স্কুল পড়ুয়া বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বড় ভাইকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। মঙ্গলবার( ১৮ জানুয়ারি) বিকেল পাঁচটার দিকে দক্ষিণ বড়লবনগোলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. জাবের (১৭) হোসেন বুড়িরচর ইউনিয়নের বড় লবনগোলা এলাকার ইমাম হোসেনের ছেলে।

আহতের মা জানান, স্কুলে যাওয়া আসার পথে দক্ষিণ বড়লবনগোলা এলাকার দুলাল চৌধুরীর ছেলে ইমাম (১৬) তার ১০ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (জাবেরের বোনকে) প্রায়ই উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে জাবের বরগুনা শহরে আসার পথে ইমাম ও তার সহযোগী রিমনসহ আরও কয়েকজন বড়লবনগোলা কড়াতকলের সামনে তার পথরোধ করে। এসময় তর্কাতর্কির এক পর্যায়ে ছুরি দিয়ে জাবেরের পিঠে ও মাথায় আঘাত করে বখাটেরা। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এসপি) মেহেদি হাছান বাংলানিউজকে বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থল ও বরগুনা সদর হাসপাতালে আহত ব্যক্তির কাছে পুলিশ পাঠিয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছি। বিষয়টির সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ১৮ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।