ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে কেমিক্যাল কারখানা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
গাংনীতে কেমিক্যাল কারখানা মালিককে জরিমানা

মেহেরপুর: ভেজালবিরোধী অভিযান চালিয়ে গাংনী পৌরসভা এলাকার পশ্চিম মালশাদহ গ্রামে একটি কেমিক্যাল কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে অভিযান চালিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা মাশতুরা।

 

এ সময় মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী, উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুণ্ডসহ ডিবির একটি দল উপস্থিত ছিলেন।

জানা গেছে, পশ্চিম মালশাদহ গ্রামের আসাদুল ইসলামের এবি কেমিক্যাল কারখানায় নকল পণ্য উৎপাদন করা হচ্ছে—এমন গোপন খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  অভিযান চালান। অভিযানে কারখানাটিতে নকল হারপিক, ওয়াশিং পাউডারসহ বিপুল পরিমাণ ভেজালপণ্য পাওয়া যায়। পণ্যগুলোতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কোনো অনুমোদন নেই। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করা হয় এবং মালিক আসাদুলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে মালিক ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে মুক্ত হন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনা মাশতুরা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।