ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দুই শতাধিক শীতার্তকে শুভসংঘের কম্বল বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
দুই শতাধিক শীতার্তকে শুভসংঘের কম্বল বিতরণ

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় বসুন্ধরা গ্রুপের সহায়তায় দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করেছে কালের কণ্ঠ শুভসংঘ। মঙ্গলবার সকাল ১০টায় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কম্বলগুলি বিতরণ করা হয়।

কম্বল নিতে এসে ৭০ বছরের বীর মুক্তিযোদ্ধা জামালউদ্দিন বলেন, কালের কণ্ঠ শুভসংঘের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ বলেন, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় শুভসংঘের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করেছে প্রতিষ্ঠানটি।  

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, নকলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওসার আহমেদ, শুভসংঘের কেন্দ্রীয় কমিটির পরিচালক জাকারিয়া জামান, সাধারণ সম্পাদক শামীম আলামিন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি হাকিম বাবুল, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক, শেরপুর জেলা শুভসংঘের সাধারণ সম্পাদক সোহেল রানা, নকলা উপজেলা কালের কণ্ঠ প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।