ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ১২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
নওগাঁয় ১২ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

নওগাঁ: নওগাঁয় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, নওগাঁ সদর উপজেলার মখমলপুর মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আতাউর রহমান (৩২) এবং মহাদেবপুর উপজেলার গোয়ালবাড়ি চকগৌরী গ্রামের শ্রী মিনাল চন্দ্র মহন্তের ছেলে শ্রী অলক চন্দ্র মহন্ত (৪০)।

নওগাঁ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শামসুদ্দিন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে শ্রী অলক চন্দ্র মহন্তের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ কেজি এবং আতাউরের বাড়ি থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটকদের নামে মহাদেবপুর এবং সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।