ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
মেহেরপুরে বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, যুবক গ্রেফতার গ্রেফতার যুবক শাহাবুদ্দিন সরদার

মেহেরপুর: মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মামলায় শাহাবুদ্দিন সরদার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে মেহেরপুর থানা পুলিশ।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে হিজুলি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার শাহাবুদ্দিন সরদার মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের একরামুল হক সরদারের ছেলে।

ওসি বলেন, রোববার (১৬ জানুয়ারি) হিজুলি গ্রামের একটি জামে মসজিদের জমিকে কেন্দ্র করে রবিউল ও ইদ্রিস আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইদ্রিস আলী, মুকুল হোসেন শাহাবুদ্দিনসহ তাদের লোকজন বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের ওপর আক্রমণ চালান। তাদের হামলায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।  

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বাদী হয়ে মঙ্গলবার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।