ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত নিহত ফয়েজ উদ্দিনের মোটরসাইকেল। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর সড়কের সরকার বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র ফয়েজ উদ্দিন নিহত হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়জ উদ্দিন মৌলভীবাজার শহরের পশ্চিম ধরকাপন এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার জগৎসী গোপাল কৃষ্ণ এম সাইফুর রহমান কলেজের ছাত্র।

স্থানীয়রা জানান, ফয়েজ উদ্দীন মোটরসাইকেলে ঢাকা থেকে ফিরছিলেন। ফেরার পথে বেপরোয়া গতির কারণে কাভার্ডভ্যান ওভারটেক করতে গিয়ে ধাক্কা লেগে রাস্তার পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, ফয়েজ উদ্দিন মোটরসাইকেল নিয়ে সরকার বাজার এলাকায় এলে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করে যাওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।