ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

পশুখাদ্যে ভেজাল বন্ধে ডিসিদের নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
পশুখাদ্যে ভেজাল বন্ধে ডিসিদের নির্দেশ জেলাপ্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

ঢাকা: পশুখাদ্যে ভেজাল বন্ধে জেলাপ্রশাসকদের (ডিসি) তৎপর হতে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে জেলাপ্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে ডিসিদের বৈঠকে এ নির্দেশনা দেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী।



গত মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘জেলাপ্রশাসক (ডিসি) সম্মেলন ২০২২’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি কারেন্ট জাল দিয়ে বা অন্য জাল দিয়ে অবৈধ মাছ ধরা; পশুখাদ্যে ভেজাল যাতে কেউ দিতে না পারে সে বিষয়ে জেলাপ্রশাসকদের নজর রাখতে বলেছেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রান্তিক সীমা থেকে শুরু করে রাজধানী পর্যন্ত মাছ-মাংস, দুধ-ডিম উৎপাদন, বিপণন এবং এই প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যতগুলো কার্যক্রম আছে সেই কার্যক্রমে তাদের দেখভাল ও তদারকি করা এবং সরকারের বিভিন্ন প্রকল্প যাতে যথাযথ বাস্তবায়ন হয়, কোনো প্রকল্পের অর্থ অপব্যবহার না হয় সেজন্য তাদের অনুরোধ করেছি। ’

‘মৎস্য পরিবহনের ক্ষেত্রে, মৎস্য উৎপাদনের ক্ষেত্রে সরকারের যে পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নে প্রশাসন যাতে সহায়তা করে সে বিষয়গুলোর প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। ’

জেলাপ্রশাসকদের বিভিন্ন প্রস্তাবনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘জেলাপ্রশাসকদের কিছু প্রস্তাব ছিল। এর মধ্যে যেমন আধুনিক শুঁটকিপল্লি নির্মাণ করার প্রস্তাব ছিল। আমরা বলেছি অবশ্যই করা যাবে। ’

ব্রিফিংয়ের সময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।