ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
বড় ভাইয়ের ছুরিকাঘাতে নিহত ছোট ভাই

নরসিংদী: জমি সংক্রান্ত বিরোধের জেরে নরসিংদীতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের। বৃহস্পতিবার  (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে সদর উপজেলার কামারগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম নবী হোসেন (৫০) ও ঘাতক বড় ভাইর নাম আলী হোসেন। তারা কামারগাঁও গ্রামের মৃত আলমাছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নবী হোসেনের সঙ্গে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের  জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি ।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন,  পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। পুলিশ এনিয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।