ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ঝিকরগাছায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর: যশোরের ঝিকরগাছায় ইয়াকুব আলী (৫০) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার ব্যাংদাহ বাসস্ট্যান্ডে কপোতাক্ষ নদের তীর থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইয়াকুব ব্যাংদাহ গ্রামের তাকবিল হোসেনের ছেলে। পুলিশ মরদেহ সুরতহাল প্রস্তুত করে দুপুরে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বাংলানিউজকে বলেন, বাসস্ট্যান্ডের উত্তর পাশে কপোতাক্ষ নদের তীরে ইয়াকুবের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, পরিবার সূত্রে জানা গেছে বুধবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন ইয়াকুব। এরপর তার সঙ্গে পরিবারের লোকজন আর যোগাযোগ করতে পারেনি। ইয়াকুব পেশায় একজন গরু ব্যবসায়ী। তিনি অনেক টাকা ঋণগ্রস্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ইউজি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।