ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মায়ের পরলোক গমন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মায়ের পরলোক গমন

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধন পাড়ার বাসিন্দা আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়ার মাতা রত্না বড়ুয়া হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারী) সকাল ৯টা ৪০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুররণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

তার ছোট ছেলে ব্যারিস্টার জ্যোতিমর্য় বড়ুয়া জানান, বুধবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে প্রথমে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

বাংলাদেশ সময়- ১৬৩৩ ঘন্টা, জানুযারি ২০, ২০২২
এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।