ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

৪৩তম বিসিএসের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
৪৩তম বিসিএসের ফল প্রকাশ

ঢাকা: সরকারি চাকরিতে ক্যাডার পদে নিয়োগের জন্য ৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন সন্ধ্যায় এ তথ্য জানান।  

তিনি বলেন, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৫ মোট ২২৯ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।  

২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে অংশ নেন মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।  

ফলাফল কমিশনের ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এছাড়া টেলিটকের মাধ্যমে যেকোন মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল পাওয়া যাবে। এ জন্য PSC<Space>43 <Space> রেজিষ্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে কোয়ালিফাইড অথবা নট কোয়ালিফাইড হিসেবে ফলাফল পাওয়া যাবে। উদাহরণ: PSC 43 123456 send to 16222।

লিখিত পরীক্ষা আগামী জুলাইয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পিএসসি। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআইএইচ/এমজেএফ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।