ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেয়র তাপস করোনামুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
মেয়র তাপস করোনামুক্ত ডিএসসিসি মেয়র ফজলে নূর তাপস

ঢাকা: করোনামুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ডিএসসিসির তথ্য কর্মকর্তা আবু নাসের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার মেয়র কোভিড-১৯ পরীক্ষার ফলাফল 'নেগেটিভ' পাওয়ার পর বিকেল সাড়ে ৪টায় ডিএসসিসিতে নিজ দপ্তরে আসেন। এখনও তিনি দাপ্তরিক কার্যক্রমেই ব্যস্ত আছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি করোনা ধরা পড়ে ডিএসসিসি মেয়রের। তার আগে ৯ জানুয়ারি তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। গত ১৪ জানুয়ারি ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল এই দম্পতির।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০২২
আরকেআর/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।