ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন-বগি তৈরির উদ্যোগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন-বগি তৈরির উদ্যোগ ছবি: সংগ্রহীত

ঢাকা: সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন ও রেল বগি তৈরির উদ্যোগ নিতে সরকারের এক ফোরামে আলোচনা হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় ও সমাপনী দিন বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রেলপথ সংক্রান্ত অধিবেশনে বলা হয়, সৈয়দপুর ও চট্টগ্রামে রেল ইঞ্জিন ও রেল বগি তৈরির উদ্যোগ গ্রহণ করার বিষয়ে আলোচনা করা হয়। পৌর মার্কেট সংলগ্ন স্থানে রেলওয়ে ওভারপাস নির্মাণ করার বিষয়ে সভায় আলোচনা করা হয়। রেলওয়ে আইন, ১৮৯০ এর প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।