ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চোর চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
ফরিদপুরে চোর চক্রের ৪ সদস্য আটক

ফরিদপুর: ফরিদপুরে চোর চক্রের চার সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জেলা সদরের ভাটিকানাইপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক চারজন হলেন- জুয়েল মল্লিক (৩৮), বিল্লাল হোসেন (৪০), জাকির হোসেন (৩০) ও শহিদ শেখ (৩৫)। আটকদের সবার বাড়ি ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়।  

জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের কাছে থেকে তিনটি ট্রান্সমিটারের কয়েল ও চোরাইকাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, পুরাতন দুটি স্যালো মেশিন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ওসি রাকিবুল বলেন, আটকদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।