ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ডিবি পুলিশের অভিযান, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
মেহেরপুরে ডিবি পুলিশের অভিযান, গ্রেফতার ২

মেহেরপুর: মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকালে ও সন্ধ্যায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতাররা হলেন, গাংনী উপজেলার লক্ষীনারায়ণপুর ধলা গ্রামের মুজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমান ও শিশিরপাড়া গ্রামের সাবান মিয়ার ছেলে তাজুল ইসলাম।

মাহবুবুর রহমান একটি মামলায় আদালত এক বছর সাজা দিয়েছে। এক বছরের সাজা মাথায় নিয়ে সে পলাতক ছিলো। এছাড়া তার বিরুদ্ধে ৯ লাখ ৪০ হাজার টাকা জরিমানাও ধার্য করেছেন বিচারক।   তাজুল ইসলামের বিরুদ্ধে দুইটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

মেহেরপুর ডিবি পুলিশের উপপরিদর্শক  (এস আই) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এস আই সুলতান মাহমুদ ও ফোর্সসহ গাংনী থানার লক্ষিনারায়নপুর ধলা ও  গাংনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড শিশিরপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এই দুই আসামিকে গ্রেফতার করেন।

ডিবি পুলিশের উপপরিদর্শক  (এস আই) অজয় কুমার কুন্ডু জানান, গ্রেফতারকৃত আসামিদের মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।