ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পুবাইলে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
পুবাইলে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১ পুবাইলে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১।

ঢাকা: গাজীপুরের পূবাইল থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)।

অভিযানে তার কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (২৪ জানুয়ারি) সকালে র‍্যাব-১ এর অপারেশন অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার বিকেলে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইল থানাধীন পূবাইল বাসস্ট্যান্ড দেওয়ান সুপার মার্কেটের বিসমিল্লাহ গ্লাস এন্ড থাই এ্যালোমিনিয়াম পয়েন্ট দোকানের সামনে থেকে আনোয়ারকে গ্রেফতার করে।

গ্রেফতার আনোয়ারের বিরুদ্ধে পুবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসজেএ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।