ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত আটক

বগুড়া: বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে বগুড়া র‌্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বগুড়া সদর উপজেলার কাটনারপাড়া এলাকার মৃত ইনছানের ছেলে বাবু (৩২), উত্তর চেলোপাড়া বটতলা এলাকার মৃত মুক্তি রহমানের ছেলে নছিব রহমান (২০), উপশহরের কসাইপাড়া এলাকার মফেলের ছেলে আশিদুল (২৬), ফুলবাড়ি মধ্যপাড়া এলাকার মৃত মজিবরের ছেলে আরিফ (২২) এবং বাদুরতলা এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে সজীব প্রামানিক (৩৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের স্টেশন রোডে অবস্থিত সানমুন নার্সিং হোম অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টারের বিপরীত দিকে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৪টি ছুরি এবং ১টি রশি জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার সোহরাব হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
কেইউএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।