ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিদেশে পলাতক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৪ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে পর্যায়ক্রমে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরা হলেন- বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ফেরদৌস কবির, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের উপ-পরিচালক মো. হামিদুল আলম, আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের সহকারী পরিচালক মো. কাদের আলী ও যুগ্ম পরিচালক এবিএম মোবারক হোসেন।

এর আগে গত ১৮ জানুয়ারি পিকে হালদার ইস্যুতে বক্তব্য দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের চার কর্মকর্তাকে নোটিশ পাঠায় দুদক। দুদকের উপ-পরিচালক ও তদন্তকারী কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান এ নোটিশ পাঠান। নোটিশে ২৪ জানুয়ারি সকাল ১০ থেকে সাড়ে ১১টার মধ্যে দুদক কার্যালয়ে এসে তাদের বক্তব্য দিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।