ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রবীণ সাংবাদিক জেড এম সামসুল আর নেই 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
প্রবীণ সাংবাদিক জেড এম সামসুল আর নেই 

সিলেট: সিলেটের প্রবীণ সাংবাদিক জেড এম শামসুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

তার বয়স হয়েছিল ৬৩ বছর। মরহুমের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জের পশ্চিম খলা ছড়া গ্রামে। তিনি স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  

জেড এম শামসুল মৃত্যুর আগপর্যন্ত দৈনিক কাজিরবাজার পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।  

সোমবার বাদ আসর জকিগঞ্জ ভুইয়ার মুরা শাহী ঈদগা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এনইউ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।