ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
নাগেশ্বরীতে গাঁজাসহ যুবক আটক

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

শফিকুল ফুলবাড়ী উপজেলার কুটি চন্দ্রখানা গ্রামের আব্দুল হামিদের ছেলে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীউল হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। রোববার (২৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে শফিকুল মোটরসাইকেল চালিয়ে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার সময় তাকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় দুটি পোটলায় ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা দিয়ে সোমবার কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।