ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বাসচাপায় আহত ভূমি কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
উল্লাপাড়ায় বাসচাপায় আহত ভূমি কর্মকর্তার মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাসচাপায় আহত উল্লাপাড়া পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সালাম (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার কয়ড়া সড়াতৈল গ্রামের মোজাহার হোসেনের ছেলে।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৩ জানুয়ারি) ভোরে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন আব্দুস সালাম। এ সময় পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সি-লাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহত হন সালাম। পরে তাকে উদ্ধার করে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানের চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরের দিকে মারা যান তিনি।

তার মৃত্যুতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও কয়ড়া ইউপি চেয়ারম্যান গাজী খোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।