ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
খুলনায় ডাক্তার দেখাতে এসে প্রাণ গেল যুবকের

খুলনা: খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তোফিক হাসান সোহেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোহেল যশোরের কেশবপুর সদরের মৃত আব্দুল মোমিনের ছেলে।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর সরদার বাড়ির বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওরায়দুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে খুলনা থেকে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহেল। পথে চুকনগর সরদার বাড়ির বটতলা মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।