ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
মায়ের সঙ্গে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে মায়ের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে মিতু বর্ণা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার দিকে ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু মিতু বর্না সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকোনা গ্রামের বাবলু শেখের মেয়ে।

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কমল দেবনাথ এ তথ্য নিশ্চিত জানান, খালাতো বোনের বিয়েতে পরিবারসহ আটঘরিয়া এলাকায় আসে মিতু বর্ণা। সোমবার দুপুরের দিকে মায়ের সঙ্গে ফুলজোড় নদীতে গোসলে নামে। এ সময় নদীর পানির স্রোতে ডুবে যায় বর্ণা। পরে তাকে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।