ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় নিহত ১

ঢাকা: রাজধানীর কারওয়ান বাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় মনির হোসেন (৪৫) নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মনিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আলআমিন জানান, তারা দুজন কারওয়ান বাজার সবজির আড়তে দিনমজুরের কাজ করেন। বিকেলে লোক মারফত জানতে পারেন মনির রেলগেটের পাশে ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে মারা যান। তার বাড়ি নোয়াখালী জেলায়। কারওয়ান বাজার আড়তে থাকতেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।