ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ার ২ ইউপিতে বিনা ভোটে ২৬ প্রার্থী নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
হাতিয়ার ২ ইউপিতে বিনা ভোটে ২৬ প্রার্থী নির্বাচিত

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ও নলচিরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান দু’জনসহ ২৬ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ জানুয়ারি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি এ দুই ইউনিয়নে ভোটগ্রহণ করার কথা। ২৪ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। নির্ধারিত সময় শেষে দেখা যায়, দুই চেয়ারম্যান পদসহ ২৬টি পদে একজন প্রার্থী রয়েছেন। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার প্রক্রিয়ায় আছেন।

এর মধ্যে সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. আলা উদ্দিন, সাধারণ সদস্য নয়জন, তিনজন সংরক্ষিত নারী সদস্য আছেন। এছাড়া নলচিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে মোহাম্মদ মনছুর উল্লাহ, সাধারণ সদস্য পদে নয়জন ও সংরক্ষিত নারী সদস্য পদে তিনজন আছেন।

মো. জাকির হোসেন আরো জানান, আজ মনোনয়ন প্রত্যাহারের শেষ ছিল। দুটি ইউনিয়নের চেয়ারম্যান পদে দুই জন ও সাধারণ সদস্য ১৮ জন এবং ছয়জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।