ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৯ কোটি মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
টিকার প্রথম ডোজ পেয়েছে সাড়ে ৯ কোটি মানুষ

ঢাকা: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার (২৪ জানুয়ারি) পর্যন্ত ৯ কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জনকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো দেশব্যাপী টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এদিন দেশব্যাপী ছয় লাখ ৮৮ হাজার পাঁচ জনকে করোনা টিকার প্রথম ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ প্রথম ডোজ টিকা পেয়েছেন নয় কোটি ৪৭ লাখ তিন হাজার ২৯৬ জন।

একইসাথে এদিন তিন লাখ ৬৫ হাজার ২৮৬ জনকে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়। এযাবৎ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন মোট পাঁচ কোটি ৯১ লাখ আট হাজার ৫৩৯ জন।

পাশাপাশি এদিন মোট ৬৬ হাজার ৩৪৭ জনকে করোনার বুস্টার ডোজ টিকা দেওয়া হয়েছে। এযাবৎ মোট ১১ লাখ ৯০ হাজার ২৮২ জনকে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া হয়।  

বর্তমানে দেশে এস্ট্রাজেনেকা, ফাইজার, মর্ডানা এবং চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক্সের টিকা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
আরকেআর/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।