ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে হাত-পা বাঁধা নারী পোশাক শ্রমিকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২২
সিদ্ধিরগঞ্জে হাত-পা বাঁধা নারী পোশাক শ্রমিকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মুক্তা বেগম (২৭) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাতে পাগলা বাড়ী মদিনা মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তা বেগম ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়ার খড়মপুর এলাকার খোকন মিয়ার মেয়ে।

তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জের মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতেন। মুক্তা আদমজী ইপিজেড এলাকায় অনন্ত গার্মেন্টে এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবস্থিত মজিব ফ্যাশনে চাকরি করতেন।

পারিবারিক কলহের জেরে হত্যার পর ঘর তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছে বলে অভিযোগ নিহতের পরিবারের।

বাড়িওয়ালা মো.শহিদুল্লাহ জানান, সোমবার সন্ধ্যার পর নিহতের খালা ফোন করে জানায় মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানাই। তারপর সে পুলিশকে খবর দেয়।  

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘরের তালা ভেঙে হাত, পাঁ ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী এখনও পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।