ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইসি গঠন বিল পাসের সুপারিশ সংসদে উপস্থাপন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
ইসি গঠন বিল পাসের সুপারিশ সংসদে উপস্থাপন

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাসের জন্য সুপারিশ করেছে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ সম্পর্কিত স্থায়ী কমিটি।

বুধবার (২৬ জানুয়ারি) শহীদুজ্জামান সরকার কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন করে এ সুপারিশ করেন।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

এর আগে গত ২৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে উপস্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। এর পর বিলটি স্থায়ী কমিটিতে পাঠানো হয়। গত ২৪ জানুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে সংশোধিত আকারে বিলটি সংসদে উপস্থাপন ও পাসের সুপারিশ করা হয়। এর পর বিলটি সংসদে উপস্থাপন ও পাসের সুপারিশ করা হয়।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
এসকে/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।