ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত দাম নেওয়ায় চুয়াডাঙ্গায় ফার্মেসি সিলগালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
অতিরিক্ত দাম নেওয়ায় চুয়াডাঙ্গায় ফার্মেসি সিলগালা অতিরিক্ত দাম নেওয়ায় চুয়াডাঙ্গায় ফার্মেসি সিলগালা

চুয়াডাঙ্গা: অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল গেটে চন্দন ফার্মেসির মালিক ফরিদ উদ্দিনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে ফার্মাসিস্ট না থাকায় ফার্মেসিটি সিলগালা করে দেওয়া হয়।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।

তিনি বাংলানিউজকে বলেন, ২৮ টাকার ইনজেকশন ১০০ টাকা বিক্রি করার দায়ে ফার্মেসির ওই মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ফার্মাসিস্ট না থাকার অপরাধে এক সপ্তাহের জন্য ফার্মেসিটি সিলগালা করা দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ওষুধ তত্ত্বাবধায়কের সহকারী পরিচালক কে এম মুহসীনিন মাহবুব ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম।

উভ সিংকঃ সজল আহম্মেদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গার।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।