ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সালেক, সম্পাদক শাহজাহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি সালেক, সম্পাদক শাহজাহান

টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সালেক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহজাহান মিঞা।

রোববার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ২০২২-২৪ মেয়াদের নতুন কার্যকরী কমিটি নির্বাচিত হয়।

নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন।

কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন জামাল, সহ-সভাপতি হারুন অর রশীদ, যুগ্ম সম্পাদক খন্দকার আছাব মাহমুদ, যুগ্ম সম্পাদক শাহনাজ পারভীন এলিস, সাংগঠনিক সম্পাদক রুমি আক্তার পলি, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ রানা, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, দফতর সম্পাদক তৌফিক অপু, নারী বিষয়ক সম্পাদক নাজনীন লাকী।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- রফিকুল ইসলাম রতন, গাফফার মাহমুদ, আশরাফ আলী, তালুকদার হারুণ, সাখাওয়াত হোসেন বাদশা, জীবন ইসলাম, শেখ এনামুল হক, ফিরোজ মান্না ও ইলিয়াস হোসেন।

সভা শেষে বিদায়ী কমিটির সভাপতি তালুকদার হারুণ ও সাধারণ সম্পাদক ফিরোজ মান্না নতুন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দেন।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।