ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গুরুদাসপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
গুরুদাসপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ...

নাটোর: প্রেমের প্রলোভনে নাটোরের গুরুদাসপুরে এক নবম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে মেহেদী হাসান (২২) নামে এক যুবক। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চাপিলা ইউনিয়নের বৃ-চাপিলা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর অসুস্থ ওই স্কুলছাত্রী রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

অভিযুক্ত মেহেদী উপজেলার বৃ-চাপিলা গ্রামের মো. আব্দুর রহিম শেখের ছেলে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বাংলানিউজকে বলেন, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফুসলিয়ে মেহেদী মোবাইল ফোনে ওই স্কুলছাত্রীকে বাড়ির বাইরে ডাকে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে পাশের বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় মেহেদী। এ সময় ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে চিৎকার দেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ছেলেটির পরিবার মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হন।

রোববার (৩০ জানুয়ারি) দুপুরে মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।