ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে গুলিবিদ্ধ ব্যক্তি ঢামেকে চিকিৎসাধীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
খিলগাঁওয়ে গুলিবিদ্ধ ব্যক্তি ঢামেকে চিকিৎসাধীন ...

ঢাকা: রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ ভূঁইয়া পাড়া এলাকায় শাকিল বেপারী (৪০) দুই পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছেন।

রোববার (৩০ জানুয়ারি) দিনগত রাত ১০টার দিকে এই ঘটনাটি ঘটে।

পরে শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, সিপাহীবাগ ভূঁইয়া পাড়া এলাকায় তার একটি টি স্টোর আছে। সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় কে বা কারা তাকে গুলি করেছে। আহত শাকিল এ ব্যাপারে আর কিছুই বলতে পারে না।

এদিকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম জানান, খিলগাঁও ভূঁইয়া পাড়া মিনার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।