ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে হত্যা 

ফরিদপুর: ফরিদপুরে আলফাডাঙ্গা উপজেলায় শাহেদ শেখ (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক উপজেলার চরডাঙ্গা গ্রামের শেখ সাদির ছেলে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

পুলিশ সুপার বলেন, এ ঘটনায় লাদেন (১৮) ও ইব্রাহিম (১৯) নামে দু'জনকে আটক করা হয়েছে।  

জানা যায়, রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে শাহেদ আলফাডাঙ্গা শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে রায়ের পানাইল নামক এলাকায় কয়েকজন তাকে ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় রাতে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রেমঘটিত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে এসপি জানালেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে একটি মামলা (মামলা নং: ১০৬৬) হয়েছে। এ ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।