ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়া: বগুড়া সদর উপজেলায় ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার (৩১ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ার ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ার ও সুজন দুজন বন্ধু। তারা দুজনেই স্থানীয় পৌর কাউন্সিলরের সঙ্গে কাজ করতো। কয়েক মাস আগে আধিপত্য নিয়ে আনোয়ার সুজনকে চড়-থাপ্পড় দেয়। এ ঘটনার পর থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয়। পরে সোমবার ভোর ৫টার দিকে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন আনোয়ারের পেটে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত সুজন পালিয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনার পরপরই সুজন পালিয়ে যান। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।