ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
আ জ ম নাছিরের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের মা ফাতেমা জোহরা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান আ জ ম নাছির উদ্দীনের মা (ইন্নালিল্লাহি…রাজিউন)।

বাদ আসর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।  

প্রধানমন্ত্রী ছাড়াও আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, বিজিএমইএ সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, মানবাধিকার সংগঠক আমিনুল হক বাবু প্রমুখ।

চট্টগ্রাম প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য আ জ ম নাছির উদ্দীনের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম পৃথক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, ৩১, ২০২২
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।