ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

চোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুকুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে দু’জনকে গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনগণ। এতে নিশান (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এসময় আহত হয়েছেন জয়নাল (৩৮) নামে আরেক ব্যক্তি।
 
সোমবার (৩১ জানুয়ারি) ভোরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নিশান ও আহত জয়নাল দুজনেই কুষ্টিয়ার সদর উপজেলার মিলপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, সোমবার ভোরে চারজন চুনিয়াপাড়া গ্রামে পাখিভ্যান চুরির জন্য যান। টের পেয়ে স্থানীয়রা চোরদের ধাওয়া করে দু’জনকে আটক করে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই নিশানের মৃত্যু হয়। এসময় আহত হন জয়নাল। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আহত অবস্থায় জয়নালকে আটক করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।  

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, এ বিষয়ে তদন্ত চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিশান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।