ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ভোট চলাকালে মারা গেলেন ইউপি সদস্য প্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
ভোট চলাকালে মারা গেলেন ইউপি সদস্য প্রার্থী

সিলেট: সিলেটের ওসমানীনগরে ভোট চলাকালে মারা গেছেন মো. জদু মিয়া (৫২) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থী।  

সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জদু মিয়া ওসমানীনগরের সাদিপুর ইউনিয়নের বেগমপুর গ্রামের মৃত জফর উল্লার ছেলে।  

তিনি সাদিপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে ফুটবল প্রতীকে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য প্রার্থী জদু মিয়া গত কিছু দিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। নির্বাচনী প্রচারণার কাজ করতে গিয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত ভোটের দিন সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

জদু মিয়ার মামাতো ভাই ফয়জুল ইসলাম বাংলানিউজকে বলেন, নির্বাচনী প্রচারণা করে অসুস্থ হয়ে গত পাঁচদিন ধরে তিনি শয্যাশায়ী ছিলেন। সকালে স্বজনদের ভোটকেন্দ্রে যেতে বলেন তিনি। আমরা ভোটকেন্দ্রে থাকা অবস্থায় ১১টার দিকে তিনি বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বাংলানিউজকে বলেন, অসুস্থ হয়ে জদু মিয়া মারা গেছেন। খবর পেয়ে আমরা তার বাড়ি গিয়ে খোঁজ নিয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এনইউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।