ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে বাজারে দোকানির ঝুলন্ত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
খাগড়াছড়িতে বাজারে দোকানির ঝুলন্ত মরদেহ প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর বাজার থেকে উজ্জ্বল কর্মকার (৪৫) নামে এক দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে ওই বাজারে নিহতের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উজ্জ্বল কর্মকার কামারের কাজ করতেন। তিনি ভাইবোনছড়ার দুলাল কর্মকারের ছেলে।  

জানা গেছে, সোমবার সকালে তালাবদ্ধ অবস্থায় ওই দোকানের আড়ার সঙ্গে মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। পুলিশ ধারণা করছে, রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা-কল্পনার শেষ নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখছে পুলিশ। তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২২
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।