ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবৈধ ৩ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
অবৈধ ৩ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা অবৈধ ৩ ইট ভাটায় অভিযান, তিন লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত আশুলিয়ার শিমুলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশুলিয়া এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় আশুলিয়ার শিমুলিয়া এলাকায় পল্লি ব্রিকস, এবিসি ব্রিকস ও মোল্লা ব্রিকসকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, আশুলিয়ায় অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের অভিযান চলবে৷ এক এক করে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০২২
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।