ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে আধা কেজি হেরোইন জব্দ, আটক ৬ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
সৈয়দপুরে আধা কেজি হেরোইন জব্দ, আটক ৬ 

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে র‌্যাব অভিযান চালিয়ে ৫৫০ গ্রাম হেরোইনসহ ছয় মাদক বিক্রেতাকে আটক করেছে।  

সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পার্বতীপুর সড়কের খোদা হাফেজ গেট সংলগ্ন এলাকায় একটি মাইক্রোবাস থেকে এ হোরোইনসহ তাদের আটক করা হয়।

 

আটক ব্যক্তিরা হলেন মো. হুমায়ুন কবির (২৪), মো. মাহফুজুর রহমান (২২), মো. সোহেল রানা (২৭), মো. সাদেক আলী (২৬), মো. মিলন আলী (১৫) এবং মো. তানজিদ হাসান (১৭)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বিভিন্ন এলাকায়।  

এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩, রংপুর এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রাবিব আলমের নেতৃত্বে র‌্যাবের একটি টহলদল এ অভিযান চালায়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত খান জানান, আসামিদের মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।