ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যুবকের মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত এক ব্যক্তির (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ফেব্রুয়ারি) বিকেলে শহরের রেলস্টেশনের প্লাটফর্ম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহতের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে স্টেশনের টিকেট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশকে জানান কয়েকজন যুবক। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এখনও পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, ফেব্রয়ারি ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।