ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউল নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় বাউল  নিহত

ব্রাহ্মণবাড়িয়া: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জামাল হোসেন (৩৫) নামে এক বাউল শিল্পী ও গীতিকার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালকসহ আরও তিনজন।

 

মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার উড়শিউড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন ঢাকা জেলার কচুক্ষেত এলাকার বাসিন্দা।  

আহতরা হলেন- আখাউড়া তারাগঞ্জের অটোরিকশাচালক সিদ্দিক মিয়া (৪৫), ঢাকার কচুক্ষেতের সংগীতশিল্পী মুহাম্মদ আলামিন (৩৭) ও নবীনগর রাধানগরের ইয়াসিন মিয়া (২৮)।  

আহত সংগীতশিল্পী আলামিন মিয়া জানান, প্রতিবছরের মতো আজও আখাউড়া মুগড়া ইউনিয়নের আউড়াচড় গ্রামের শহীদ ফকিরের বাড়ির ওরস শরীফ ছিল। তারা চারজন শিল্পী শহীদ ফকিরের ওরসে যাওয়ার সময় পথে উড়শিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অটোরিকশাচালক সিদ্দিককে ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।