ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ৬০ কেজি জাটকা মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ফরিদপুরে ৬০ কেজি জাটকা মাছ জব্দ

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে ৬০ কেজি জাটকা (ছোট ইলিশ) মাছ জব্দ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।  

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে আলফাডাঙ্গা বাজারে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এ মাছ জব্দ করা হয়।

 

জানা যায়, মৎস্য নিধন অভিযান চলাকালীন সময়ে জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এ সময় বিক্রয়কারীদের এব্যাপারে সতর্ক করা হয়। পরে জব্দ জাটকা মাছ বিভিন্ন এতিমখানায় বিলি করা হয়।  

আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথ জানান, জাটকা মাছ ধরা ও বিক্রি করা নিষিদ্ধ থাকা সত্ত্বেও সরকারি আদেশ উপেক্ষা করে আলফাডাঙ্গা বাজারে জাটকা বিক্রি করায় ৬০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। জব্দ করা মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।