ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দোকানে আগুন: লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
দোকানে আগুন: লাখ টাকার ক্ষতি

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় আট লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।

 মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বাহুবল উপজেলার হাসপাতাল সড়ক এলাকার হাবিব মিয়ার দ্বিতীয় তলা ভবনের নীচতলায় রহমানিয়া ট্রেডার্সে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন লাগে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১টায় আগুন নেভায়। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম বাংলানিউজকে জানান, আগুনে দোকানটিতে থাকা স্টিল ও কাঠের ফার্নিচার, জাহাজের কয়েকটি ফ্রিজ, আলমারিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকা ক্ষতি হয় বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।