ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে তীব্র যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২২
ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে তীব্র যানজট ট্রাক উল্টে বিমানবন্দর সড়কে তীব্র যানজট

ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকার কাউলা ইউলুপের সামনে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বনানী থেকে বিমানবন্দর যাওয়ার পথে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে বিমানবন্দরের কাউলা ইউলুপের সামনে একটি বড় ড্রাম ট্রাক উল্টে যায়। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। তবে বিমানবন্দর থানার পুলিশ ও ট্রাফিক সদস্যরা ড্রাম ট্রাকটি অপসারণের কাজ করছেন। সেই সঙ্গে সড়কের যানজট নিরসনেও কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।