ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু! প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগর বড়ছরা এলাকায় ভাইবোনদের নাটক-সিনেমার দৃশ্যের অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ২টার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী সালমা বেগম (১৩) ওই এলাকার ইমাম হোসেনের মেয়ে।

নিহতের বাবা ইমাম হোসেন বাংলানিউজকে জানান, তিনি স্ত্রীসহ সৈকত পাড়ে সবজি ক্ষেতে কাজ করতে যান। এ সময় ছোট ভাইবোনকে ফাঁসির অভিনয় দেখাতে গিয়ে সালমার গলায় ফাঁস লেগে যায়। খবর পেয়ে এলাকাবাসী সালমাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, অভিনয় দেখাতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা গেছে সালমা। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে মরদেহ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসবি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।