ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
জয়পুরহাটে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জয়পুরহাট: জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল মান্নান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান জয়পুরহাট পৌর শহরের মুসলিম নগর মহল্লার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে জয়পুরহাট বাস টার্মিনাল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল মান্নান। এসময় গ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। পরে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মোটরসাইকেলচালককে খুঁজে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।